ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ প্রবাসীর মৃত্যু
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১১:৪৬ এএম  (ভিজিট : ১৬০)

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) ওমানের পানজা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মো.সায়মন (২৫) ও রাউজানের মো. জসীম (৪৫)। 

চট্টগ্রাম রাউজানের ওমান প্রবাসী মো. সাইদ জানান, শনিবার রাত ১২টার দিকে তারা পানির ট্যাংক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সায়মন নিচে নামেন। কিন্তু আর উঠে আসেন না। পর জসীম তাকে দেখতে ট্যাংকে নামেন। তিনিও আর নিচ থেকে ওপরে ওঠে আসেনি। এরপর তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেন। 

ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে বলেও জানান মো. সাইদ।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close