প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৮ এএম আপডেট: ১০.০৩.২০২৫ ১:১২ পিএম (ভিজিট : ১৩৭)

গাড়ি পার্কিং-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীকে মারধর করার অভিযোগে শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার আশেন বান্দারাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শ্রীলঙ্কা পুলিশের বরাতে ইএসপিএন-ক্রিকইনফো জানায়, শনিবার সন্ধ্যায় পিলিয়ানডালার কোলামুন্নায় বান্দারা এলাকার নিজ বাসার সামনে গাড়ি রেখে চলাচলের রাস্তা আটকে রাখেন আশেন। রাস্তায় গাড়ি দাঁড়িয়ে রাখাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডা হয় তার।
ওই প্রতিবেশী পুলিশের কাছে অভিযোগ করে, উত্তপ্ত বাক্যবিনিময়ের এক পর্যায়ে আশেন তার বাড়িতে ঢুকে মারধর করেন।
পুলিশ আরও জানিয়েছে, ‘শনিবার সন্ধ্যায় এক প্রতিবেশী অভিযোগ করেন যে বান্দারা সমস্যা সৃষ্টি করে অন্য কারও বাড়িতে জোর করে প্রবেশ করেছেন। দুজনের মৌখিক বিতর্ক পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতেই তাকে হামলার অভিযোগে গ্রেফতার করা হয় এবং সেদিনই জামিন দেওয়া হয়। আগামী ১২ মার্চ বুধবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বান্দারার।’
এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, তারা ঘটনাটি সম্পর্কে আরও যাচাই করবেন, তারপর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। বর্তমানে বান্দারার কেন্দ্রীয় চুক্তিতে না থাকার কথাও তুলে ধরেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ছয়টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন বান্দারা। দুই ফিফটিতে ওয়ানডেতে তার রান ১৪১, টি-টোয়েন্টিতে করেছেন ৯৭ রান। দেশের হয়ে জিতেছেন ২০২২ সালের এশিয়া কাপের শিরোপা।