ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

ফেসবুকের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:০৭ এএম আপডেট: ১০.০৩.২০২৫ ১০:১০ এএম  (ভিজিট : ২২৩)

ফেসবুক ফিডে প্রায়ই এমন সব বিজ্ঞাপন চলে আসে, যার জন্য আমাদেরকে বেশ মুশকিলেই পড়তে হয়। সঙ্গের কেউ যদি সে বিজ্ঞাপন দেখে ফেলে, তাহলে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কেউ কেউ আবার মন্দ ধারণাও করে বসেন এ ব্যাপার নিয়ে। এ ছাড়াও অপ্রয়োজনীয় নানাবিধ বিজ্ঞাপন মন বিরক্ত করে ফেলে। 

আমরা মোবাইলের অ্যাপে বা ওয়েবসাইটে যা খোঁজাখুঁজি করি, এর খতিয়ান রাখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত অ্যালগরিদ্‌ম। ফলে আমরা যা খুঁজছি বা আগে খুঁজেছি, সেই সবই বার বার দেখাতে থাকবে। এ বিষয়টি মাঝেমধ্যে বেশ বিরক্তিকরই লাগে। এটি বন্ধ করতে নতুন কিছু প্রযুক্তি এনেছে মেটা, যাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজেদের ফিড ব্যক্তিগত ও গোপনীয়ই থাকবে।

ফেসবুক ফিডের গোপনীয়তা বজায় রাখতে যা করবেন
প্রথমে ফেসবুক লগইন করে ওপরে ডান দিকে তিনটি ডটে ক্লিক করতে হবে। সেখান থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে গেলে বাঁ দিকের সারিতে ‘ইয়োর ফেসবুক ইনফরমেশন’ অপশন আসবে, সেটিতে ক্লিক করে ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ করতে হবে। তার পর ‘ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’-তে ক্লিক করে ‘ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি’ অপশনে যেতে হবে। শেষে ‘ফিউচার অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’-তে ক্লিক করলেই ট্র্যাকিং বন্ধ হয়ে যাবে। ফলে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন আর আসবে না। 


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   বিজ্ঞাপন  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close