
অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী সম্প্রতি মঞ্চে নিয়ে এসেছেন নাটক ‘আত্মজয়’। রচনার পাশাপাশি এতে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
‘আত্মজয়’-এর দর্শক গ্রহণযোগ্যতা কেমন?
শামীম সাগরের নির্দেশনায় ‘আত্মজয়’-এর তিনটি মঞ্চায়ন হয়েছে। নাটকটি দর্শক মহলে ভালো সাড়া ফেলেছে। সবাই গ্রহণ করেছেন। এর গল্পটি দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে। একটু হলেও জীবন নিয়ে উপলব্ধির ভাবনা জাগিয়েছে।
সমাজে এর কতটা প্রভাব ফেলবে?
‘আত্মজয়’র গল্প আত্মহত্যাকে ‘না’ বলা। মানুষের জীবনে দুঃখ-কষ্ট, অশান্তি, নানা সমস্যা থাকবেই। এসবের মুখোমুখি হয়ে অনেকে জীবন যুদ্ধে হার মেনে আত্মহত্যা করেন। আমরা এই নাটকের মাধ্যমে সবাইকে সচেতন করতে চেয়েছি। সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি যে আত্মহত্যা সমাধান নয়, বরং জীবনকে মূল্যায়ন করা জরুরি।
নাটকটি লেখার ভাবনা কীভাবে?
প্রয়াত মান্না হিরার সংস্পর্শে আমার দীর্ঘ সময় কেটেছে। তিনি চলমান ইস্যু নিয়ে লিখতেন। করোনার সময় সমসাময়িক বিষয় নিয়ে ছোট ছোট গল্প লিখেছি। হিরা ভাই আমার লেখার প্রশংসা করতেন, উৎসাহিত করতেন। ‘আত্মজয়’ লেখার অনুপ্রেরণা মূলত তার থেকেই। আমাদের সমাজে আত্মহত্যা প্রবণতা ক্রমশ বাড়ছে। সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা আমাকে আরও ভাবিয়ে তোলে। এসব নিয়ে কিছু করা দরকার বলে মনে করি। সেই দায়িত্ব বোধের জায়গা থেকেই ‘আত্মজয়’ নাটকটি লেখা।
লেখালেখিতে কি নিয়মিত হবেন?
‘আত্মজয়’ আমার লেখা প্রথম মঞ্চ নাটক। এর আগে টিভি চ্যানেলের জন্য পাঁচটি নাটক লিখে রাখলেও তা মাঠে গড়ায়নি। তবে এখন লেখালেখিতে নিয়মিত হতে চাই। চলমান ইস্যু নিয়ে আরও লিখব।
শিল্পকলার বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু জানতে চাই?
শিল্পকলায় আগের মতোই সাধারণ শিল্পীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংস্কারের ধুয়া তুললেও মুদ্রার এপিঠ ওপিঠ-এর বাইরে কিছু নয়। হল পাওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে নাট্যকর্মীদের। এ ছাড়া নানা অস্থিরতা বিরাজ করছে শিল্পকলায়।
টেলিভিশন নাটক-সিনেমা নিয়ে কেমন ব্যস্ততা যাচ্ছে?
ভালো কোনো খবর নেই। নায়ক-নায়িকানির্ভর হয়ে যাওয়ায় আমাদের মতো শিল্পীদের এখন নাটকে গুরুত্ব কমে গেছে। অভিনয় করলেও ঠিক মতো পারিশ্রমিক নিয়ে নানা তালবাহানা চলে। ওটিটির জন্য ভিকি জাহেদের ‘নীল সুখ’র পর কাজ করা হয়নি। মঞ্চে ব্যস্ত হয়ে পড়ি। সামনে ঈদের নাটকে দেখা যাবে কি না বলতে পারছি না।
বর্তমান টিভি নাটকের পরিবেশ কেমন মনে করছেন?
গতানুগতিক গল্প, দুর্বল অভিনয়, মানহীন নির্মাণ সব মিলিয়ে টিভি নাটকের অবস্থা ভালো যাচ্ছে না। প্রায় নাটকে এখন চিত্রনাট্য থাকে না। নায়ক-নায়িকারা ইচ্ছে মতো চিত্রনাট্য-সংলাপ পরিবর্তন করেন। তবে কিছু কাজ ভালো হচ্ছে। দুয়েকজন মেধাবী নির্মাতা ভালো করছেন। তাদের সঙ্গে কাজ করে তৃপ্তি অনুভব করি।