প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:১৪ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ১১:১৬ পিএম (ভিজিট : ৩০১)

বগুড়ায় মোটরসাইকেলে করে হাসপাতালে কাজে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (৯ মার্চ) বেলা পৌনে ২টার দিকে শহরের বেলাইল এলাকার নিরালা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)। সজল বগুড়া শহরের উত্তর কাটনারপাড়ার তোফাজ্জল হোসেন তোফার ছেলে।
জানা যায়, হোসনে আরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স। বেলা ২টা থেকে তার ডিউটি থাকায় তিনি স্বামীর মোটরসাইকেলে করে হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় নিরালা ফিলিং স্টেশনের সামনে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।