ফিলিপসের আরও এক ‘অবিশ্বাস্য’ ক্যাচ (ভিডিও)
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:৫৮ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ১০:৩৭ পিএম (ভিজিট : ৫৭৪)

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক চমক দেখাচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এবারের আসরে এই অলরাউন্ডারকে বেশিরভাগ সময় ক্যামেরায় বন্দি করা হয়েছে অস্বাভাবিক ক্যাচ নেওয়ার মুহূর্তে।
রোববার (৯ মার্চ) দুবাইয়ে ফাইনাল ম্যাচে আরও একবার দর্শকদের পাগল করে দিয়েছেন ফিলিপস।
এদিন ২৫২ রানের তারা করতে নেমে ভারতের উদ্বোধনী জুটি যখন ভাঙতে পারছিলনা ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য এক ক্যাচ নিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার।
নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কভারে ড্রাইভ করছিলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ডানহাতির ব্যাটার থেকে আসা বলের দিকে বাজ পাখির মতো তীক্ষ্ণ লক্ষ্য রেখে বাতাসে ভেসে উঠলেন ফিলিপস। মাথার কয়েক ফুট উপর দিয়ে গতিপথ তৈরি করা বলকে বাজপাখির মতো ছোঁ দিয়ে ধরে ফেললেন তিনি।
ক্যাচটি নিতে ফিলিপস সময় নিয়েছেন মাত্র ০.৭৮ সেকেন্ড। যা দেখার পর অনেকে প্রশ্ন করতেই পারেন, ফিলিপস মানুষ নাকি এলিয়েন? অসাধারণ এই ক্যাচে আউট হন ভারতের প্রথম ব্যাটার। তখন রোহিত শর্মার দলের দলীয় রান ১০৫।
ফিলিপসের একই অবিশ্বাস্য ক্যাচ ধরা দেখে খুব বেশি অবাক হননি গিল। কারণ, এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিরাট কোহলির একটি ক্যাচ বাজ পাখির মতো ধরেছিলেন ফিলিপস। আকাশে উড়াল দিয়ে ওই ক্যাচটি ধরেছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার।
এর আগেও গ্রুপ পর্বে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ধরে দর্শকদের চমকে দিয়েছিলেন এই ফিলিপস। উইলিয়াম ও রর্কের বলে ব্যাকওয়ার্ড থেকে কাট করেছিলেন রিজওয়ান। আকাশে ভেসে ওই ক্যাচটি ধরেছিলেন ফিলিপস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে ৫টি ক্যাচ নিয়েছেন ফিলিপস। এর মধ্যে তিনটি ক্যাচই অবিশ্বাস্য।