প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ৯:৩২ পিএম (ভিজিট : ৫৭১)

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
রোববার (৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে এই মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বেরিয়ে রায় সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় অবরোধ করেন তারা।
মশাল মিছিলে শিক্ষার্থীরা ‘একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর’; ‘তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া’; ‘এই বাংলা হবে না, ধর্ষকদের ঠিকানা’; ‘জবাব চায় জবাব চায়, ইন্টেরিম জবাব চায়; ‘জবাব দে জবাব দে, ইন্টেরিম জবাব দে’; ‘ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চায়’ স্লোগান দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, সারাদেশে ধর্ষণের বিচারহীনতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সে কারণেই ধর্ষণ বন্ধ হচ্ছে না। ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিকভাবে বয়কট করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী তামান্না বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ না। না ঘরে না বাইরে। কোথাও শান্তি নেই। সব জায়গাতেই মানুষরূপী পশুদের রাজত্ব। ফেসবুক মিডিয়া খুললেই শুধু ধর্ষণ। প্রকাশ্য মৃত্যু শাস্তি নীতি চালু করলে এই ভাইরাস কমবে। ধর্ষণ এখন সংক্রমণ রোগের মতো রূপ নিয়েছে।
আরেক শিক্ষার্থী ফয়জুন তানহা বলেন, আইনের প্রয়োগ না থাকায় দেশে অহরহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেই সঙ্গে ধর্মীয় শাসনও নিশ্চিত করা জরুরি। ধর্ষকের একমাত্র শাস্তি হওয়া প্রয়োজন মৃত্যু।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার সদস্য সচিব সিফাত হাসান সাকিব বলেন, বিগত সময়ে আমরা দেখেছি আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হয়েছে বারবার। ২৪ এর গণ অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তা হলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।