প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ৩:৪৮ পিএম (ভিজিট : ৭৩৯)

ধর্ষণের মামলা করার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘ধর্ষণ মামলায় অভিযুক্তদের জামিন দেয়া যাবে না। এছাড়া ধর্ষণ মামলায় ৩০ দিনের পরিবর্তে এখন থেকে ১৫ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে।’
এ সময় আসিফ নজরুল বলেন, ধর্ষণ মামলার বিচারকাজ আমরা দ্রুততম সময়ে শেষ করতে চাই। এ জন্য ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচার কাজ শেষ করতে হবে। এক্ষেত্রে বিচারক মনে করলে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই বিচার করতে পারবেন।