ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ২:২৪ পিএম  (ভিজিট : ১১৮)

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) সকাল ১০টায় ক্লাস বর্জন করে প্যারিস রোডে জড়ো হয়ে কিছুক্ষণের জন্য অবস্থান নেন। এরপর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে 'অ্যাকশন টু ডু ডাইরেক্ট অ্যাকশান', 'আমার বোনের কান্না আর নয় কান্না', 'একটা একটা ধর্ষক ধর ধরে ধরে জবাই কর', 'ইউ ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট', 'খুনি কেনো বাহিরে ইনটেরিম জবাব চাই', 'রাবির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশান', আমার বোনের কান্না আর না আর না', 'আমার মায়ের কান্না আর না আর না', 'তুমি কে আমি কে আছিয়া আছিয়া' প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা। 

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিফাত হোসাইন বলেন, দেশে এসব কি শুরু হয়েছে? সরকারের কাজ কি? এত এত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই কিছু নেই। তারা কি সবাই ঘুমাচ্ছে? সব ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো ধর্ষক যেন ছাড় না পায়। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, সারাদেশে চলমান ধর্ষণের কোনো উল্লেখযোগ্য বিচার করতে না পারেন শেখ হাসিনার অবস্থাটা মনে করিয়ে দিতে চাই। আমাদের যেন আবার ১ দফা নিয়ে নামতে না হয়। আছিয়ার ধর্ষণের দোষ ইনটেরিম এড়াতে পারবে না। রাজশাহীতে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে রাজশাহী প্রশাসন ও দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া নয় এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে।

এ সময় বিভিন্ন বিভাগের পাচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close