প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১:৩৬ পিএম (ভিজিট : ২৭২)

মডেল ও নৃত্যশিল্পী হলেও অভিনেত্রী হিসেবেই অধিক পরিচিত নাদিয়া আহমেদ। ইদানীং উপস্থাপনাতেও তাকে দেখা যায়। তার সঞ্চালনায় চারটি টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে একটি অনুষ্ঠান। বর্তমান কর্মব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
‘জিরোক্যাল ড্রিংক্স অ্যান্ড ডেজার্ট’ নিয়ে জানতে চাই?রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’। আমি ও নাঈম উপস্থাপনা করছি। পহেলা রমজান থেকে এটি শুরু হয়েছে। চলবে চাঁদরাত পর্যন্ত। অনুষ্ঠানটি চারটি টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। প্রতিদিন বিকাল ৪টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশন ও বিকাল ৪টা ৫৩ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোর, একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশনে প্রচার হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেডআই ফয়সাল।
অনুষ্ঠানটি কমন উপভোগ করছেন?অনুষ্ঠানের আইডিয়াটা ভালো লেগেছে। এমন আয়োজনের উপস্থাপনা বেশ উপভোগ করছি। নাঈমের সঙ্গে আমার উপস্থাপনার জুটিটি দর্শক বেশ পছন্দ করছেন। প্রতি পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন শোবিজ তারকা। ইফতারির রেসিপি নিয়ে তারকাদের সঙ্গে কথা হয়। অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তারা আমার খুবই কাছের মানুষ। এ কারণে তাদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটে।
রমজানে অনুষ্ঠানটির গুরুত্ব কতটুকু?এটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান। আমরা সারা বছরই খাবারে বেশ সচেতন থাকি, তবে আমাদের আরও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত অনুষ্ঠানটি।
ঈদের নাটক করছেন?ব্যস্ততার কারণে ঈদের নাটকে সময় দিতে পারছি না। সুযোগ হবে কি না তাও বলতে পারছি না। তবে ‘অনেষ্ট মাদার’ নামে একটি খণ্ড নাটকে কাজ করেছি। এ ছাড়া বিভিন্ন চ্যানেলে প্রচার চলতি কয়েকটি ধারাবাহিক নিয়ে ব্যস্ততা যাচ্ছে।
একক নাটকে উপস্থিতি কম কেন?মূলত নির্মাতারা আমাকে ধারাবাহিক নাটকের জন্যই বেশি পছন্দ করেন। এ জন্য ধারাবাহিক নিয়েই ব্যস্ত থাকতে হয়। এর ফাঁকে সুযোগ পেলে ভালো গল্প হলে খণ্ড নাটকে অভিনয় করি।
নাটকের গল্পে কতটা ভিন্নতা খুঁজে পান?প্রতিনিয়তই নতুন নতুন নাটকের প্রস্তাব আসে। কিন্তু গল্প-চরিত্র পছন্দ হয় না বলে করা হয় না। সত্যি বলতে একই ধরনের নাটকে কাজ করার আগ্রহ পাই না। আলাদা গল্প খুঁজি সবসময়। আর চরিত্রে যদি ভিন্নতা থাকে সেটি করার একটা চ্যালেঞ্জ কাজ করে।