ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

সাদা কুর্তা-মাথায় টুপি, ‘আমিন আমিন’ ধ্বনিতে ইফতার করলেন বিজয়
প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:২০ এএম  (ভিজিট : ৪৬৪)

পবিত্র রমজান মাস উপলক্ষে গত শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় চেন্নাইতে একটি ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয়। বিজয়ের আমন্ত্রণে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব এবং চলচ্চিত্র জগতের বেশ কিছু পরিচিত মুখ ইফতারে অংশ নিয়েছিলেন।

এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও আমন্ত্রিত ছিলেন ওই ইফতারে। প্রায় তিন হাজার মানুষের অংশ নিতে সুবন্দোবস্ত করা হয়েছিল।

সংবাদ সংস্থা এএনআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ইফতারের একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে সাদা কুর্তা এবং মাথায় টুপি পরা অবস্থায় বসে আছেন বিজয়।

ইফতারের আগে মোনাজাতে অংশও নেন দক্ষিণী এই অভিনেতা। যেখানে ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখর হতে দেখা যায় বিজয়সহ উপস্থিত সবাইকে।


এদিকে বিজয়ের এই ভিডিও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তার এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়াসের প্রশংসা করেছেন। ভক্তরা সামাজিক মাধ্যমে তার এই কাজকে সাহসী বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগেই সিনেমার জগতকে বিদায় জানিয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই সুপারস্টার। অভিনয় ছেড়ে বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ। লক্ষ্য ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।

২০২৪ সালে ফেব্রুয়ারিতে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দেন বিজয়। তার দলের নাম তামিলাগা ভেত্রি কাজগাম। এরই মধ্যে নিজের দলও গুছিয়ে নিয়েছেন তিনি।

বিজয়ের রাজনীতিতে প্রবেশ তামিলনাড়ুতে ঝড় তুলেছে। তার দল গঠনের পর প্রথম সমাবেশে তিন লাখ মানুষের উপস্থিতি হয়েছে। যা তার জনপ্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবের একটি বড় প্রমাণ।


আরও সংবাদ   বিষয়:  রমজান   ইফতার পার্টি   দক্ষিণী ইন্ডাস্ট্রি   থালাপতি বিজয়  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close