ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

হিযবুত তাহরীরের ১৭ সদস্য রিমান্ডে
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৪৮ পিএম  (ভিজিট : ১৪৪)

মার্চ ফর খিলাফতের মিছিল থেকে গ্রেফতার নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের ১৭ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৮ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. নূর ইসলাম। 

অপর দিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন। 

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. আব্দুল্লাহ, তরিকুল ইসলাম, আহমেদ নাফিজ মোর্শেদ, মো. শাহাদাত হোসেন, তানভির মাহতাব রাফাত, মোহাম্মদ আবু শোহাইব, আশফাক আহম্মেদ, সাব্বির হোসাইন ওরফে জিউন, মো. রিফাত ইসলাম রশিদ, মো. আল রাফি সাজ্জাদ, রেদোয়ান বিন শহিদুল, মিয়াজী আব্দুল্লাহ আল মুত্তাকী, হাবিবুর রহমান, মো. হেলাল উদ্দিন, আসাদুজ্জামান নূর, তানিম শিকদার শিহাব ও আহমেদ নাসিফ কবির কাব্য।

জানা যায়, গত ৭ মার্চ জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগে প্রায় ১৫ মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিযবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্র হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর আসামিদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পল্টন থানার এসআই রাসেল মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close