ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে যে শাস্তি দিলো আদালত
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫:২১ পিএম  (ভিজিট : ১২৪)

হবিগঞ্জের চুনারুঘাটে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় আব্দুল মান্নান (২১) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব আলম এ দণ্ডাদেশ দেন।

জানা গেছে, আব্দুল মান্নান মিরাশি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি পেশায় হোটেল বয়।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুলের কোচিংয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় হান্নানের মুদি দোকান অতিক্রম করার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শের চেষ্টা করেন আব্দুল মান্নান। 

পরে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মান্নানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

এরপর মান্নান নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে জেলে পাঠানো হয়।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close