ই-পেপার মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
মঙ্গলবার ১১ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫

পাবলো নেরুদার কবিতা
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৩০ পিএম আপডেট: ০৭.০৩.২০২৫ ১০:৪০ পিএম  (ভিজিট : ৩৫১)

এক নারীর শরীর

এক নারীর শরীর, সাদা পাহাড়, সাদা উরু, 
আত্মসমর্পণে আধশোয়া এক বিশ্বের মতো তুমি দেখতে।
আমার কর্কশ চাষাশরীর খুঁড়ে চলে তোমার ভেতরে আর তৈয়ার করে 
পুত্র পৃথিবীর গভীরের ফোঁকড় থেকে।

আমি ছিলাম শুধু এক সুড়ঙ্গ, আমার 
ভেতর থেকে উড়ে গেছে পাখি, এবং 
রাত বিচূর্ণ করে গেছে তার 
আক্রমণে।

নিজেকে রক্ষা করতে তোমাকে 
পুড়িয়েছি অস্ত্রের মতোন, আমার 
ধনুকে একটি তিরের মতো, আমার 
গুলতির একটি পাথরের মতো।

তবুও আপতিত প্রতিহিংসার সময়, 
আর আমি তোমাকে ভালোবাসি।

চামড়ার, শ্যাওলার, আগ্রহের আর 
ঘন দুধের শরীর।
ওহ্ স্তনের পেয়ালা! 
ওহ্ অনুপস্থিতির চোখজোড়া!
ওহ্ জঙ্ঘার গোলাপেরা! 
ওহ্ তোমার ধীর এবং উদাস কণ্ঠ।

আমার নারীর শরীর, আমি থাকব 
তোমার চারুতায় চিরকাল।

সীমাহীন আমার তৃষ্ণা, সীমাহীন 
আমার উদ্বেগ। আমার অনির্বাচিত
পথ।

অন্ধকার নদীতীর যেখানে অসীম 
তৃষ্ণা বয়ে যায়। আর বয়ে যায় গ্লানি
আর সীমাহীন ব্যথা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close