প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:৫৫ পিএম (ভিজিট : ১৮২)

গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিতে মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধিদল।
আজ শুক্রবার (৭ মার্চ) মিশরের তথ্য কর্তৃপক্ষের এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির চুক্তিকে দীর্ঘায়িত করার প্রচেষ্ঠা এগিয়ে নিতে হামাসের উচ্চ-পর্যায়ের একটি প্রতিনিধিদল মিসরে পৌঁছেছে। ইসরায়েল ও হামাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনা এবারের লক্ষ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে জানিয়েছে, মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান আলোচনায় হামাস ইসরায়েলের কাছে চুক্তি বাস্তবায়ন, দ্বিতীয় ধাপের আলোচনা শুরু ও গাজার সীমান্ত পারাপার খুলে দেওয়ার দাবি জানাবে।
হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো কার্যকর করতে হবে এবং জরুরি মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
হামাস কর্মকর্তা আরও বলেন, হামাসের দ্বিতীয় ধাপের দাবির মধ্যে রয়েছে, গাজা থেকে ইসরায়েলের সেনা সম্পূর্ণ প্রত্যাহার, অবরোধের অবসান, গাজা পুনর্গঠন এবং এই সপ্তাহে কায়রোতে অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনের সিদ্ধান্তের ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান। এছাড়াও, হামাস সমস্ত ইসরায়েলি বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় প্রস্তুত বলে জানান তিনি।