ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

কিশোরীকে নির্যাতনের ঘটনায় মামলা, আদালতে মামা-মামি
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:৫১ পিএম  (ভিজিট : ১৬৪)

চাঁদপুরে আলোচিত মামা-মামি কর্তৃক কিশোরী নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকালে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করে কিশোরীর বাবা আলী আহমদ ভূইয়া।

এর আগে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার একটি ভবনের চারতলা থেকে স্থানীয়রা ওই কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশের হস্তান্তর করে। ওই দিনই অভিযুক্ত মামা রুবেল ও মামি রোকেয়া দম্পতিকে আটক করেছে পুলিশ। উদ্ধারের পর সেই অমানবিক নির্যাতনের বর্ণনা দেয় ওই কিশোরী। এদিকে শুক্রবার দুপুরে মামলা হওয়ার পর আদালতে প্রেরণ করে অভিযুক্ত দম্পতিকে।

বছরজুড়ে মামা-মামির নির্যাতনের শিকার হন ১৬ বছরের কিশোরী রোজিন। আপন মামার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার নামে পুরো এক বছর ধরে কিশোরীর উপর চলে অমানবিক নির্যাতন। এই ঘটনায় দোষীদের কঠিন শাস্তি দাবি করেছে কিশোরীর বাবা ও স্থানীয়রা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, কিশোরী নির্যাতনের ঘটনায় ওইদিনই মামা ও আমিকে গ্রেফতার করি। এছাড়া কিশোরীকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় কিশোরীর বাবা একটি মামলা দায়ের করেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close