ই-পেপার রবিবার ৯ মার্চ ২০২৫
রবিবার ৯ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ৯ মার্চ ২০২৫

ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৯:৩৯ পিএম  (ভিজিট : ২৫৬)
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুইয়েট প্রোগ্রামের ভর্তির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। এ বছর এই ইউনিটে পাশ করেছে ৯.৮৫ শতাংশ শিক্ষার্থী। 

ভর্তি পরীক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মানবিকের ১,৭০৭ আসন, বিজ্ঞানের ৯৪৪ আসন এবং ব্যবসায় শিক্ষার ২৮৩ আসন নিয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। 

এর মধ্যে মানবিকে ৫,৭১৪ জন, বিজ্ঞানে ৪,৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষার ৭৩৯ জন পাশ করেছেন। 

যেভাবে ফল জানা যাবে
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রত্যেক শিক্ষার্থী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়া, আবেদনকারীরা গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।
 
নির্দেশনা 
পাশকৃত ছাত্র/ছাত্রীদের আগামী ২৪ মার্চ বিকাল ৩ টা হতে ১৬ এপ্রিল বিকাল ৩ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   ভর্তির পরীক্ষা   ফল প্রকাশ  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close