ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির বৈঠক, সৌদি যাচ্ছেন উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৭:০৫ পিএম আপডেট: ০৫.০৩.২০২৫ ৭:৩৩ পিএম  (ভিজিট : ১৭৫)

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে ওআইসির (ইসলামি সহযোগিতা সংস্থা) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকটি আগামী ৭ মার্চ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জেদ্দায় ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

তিনি বুহস্পতিবার সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরদিন ৭ মার্চ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। 

বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছে। বিগত রাজনৈতিক সরকারের মত বর্তমানে অন্তর্বর্তী সরকারও ফিলিস্তিনকে অব্যাহত সমর্থন দিচ্ছে। 

বৈঠকে উপদেষ্টা বাংলাদেশের পক্ষে কিছু প্রস্তাব পেশ করা হতে পারে। ওআইসির মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আগামী ৮ মার্চ দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close