প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৬:৫৯ পিএম আপডেট: ০৪.০৩.২০২৫ ৭:৩০ পিএম (ভিজিট : ৭০৩)

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় শ্রমিক লীগের দুই নেতাকে ও যুবলীগের ১ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মির্জাপুর ইউনিয়নের মদপুর গ্রামের শ্রমিকলীগ নেতা ফারুক শেখ (৪০), সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের বেলাল হোসেন (৫৭)।
আরেকজন হলেন গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনী গ্রামের উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীব সুজন (৩৯)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।