চুয়াডাঙ্গায় তিন কোটি টাকার স্বর্ণের বার জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৫:৩৩ পিএম আপডেট: ০৪.০৩.২০২৫ ৬:৩৯ পিএম (ভিজিট : ২৩০)

চুয়াডাঙ্গা
থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে
আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে
জমা রাখা হবে।
চুয়াডাঙ্গা জাফরপুর ছয় বিজিবি ব্যাটেলিয়ানের সামনে থেকে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এই স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা
হলেন- চুয়াডাঙ্গার দামরুহুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের রফিকুল ইসলাম(৪২) ও কুমিল্লা জেলার দেবীদার উপজেলার হোসেনপুর
গ্রামের লিটন খান(২৬)।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির
পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, তথ্য মেলে ঢাকা থেকে ছেড়ে আসা
চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাসে করে স্বর্ণ পাচার হচ্ছে। এমন সংবাদের
ভিত্তিতে বিজিবি ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার সহকারী
পরিচালক হায়দার আলীর নেতৃত্বে একটি টিম জাফরপুর ব্যাটেলিয়ানের গেটের
সামনে অবস্থান নেয়। যাত্রীবাহী বাসটি ব্যাটেলিয়ানের সামনে এলে টহল দল
দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়।
গাড়িতে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন
দুইজন ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। দুজনের দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা
স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪১১ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ৯৩ লাখ ৭৮
হাজার টাকা প্রায়। এ সময় নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হবে।