ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

আলোচনা করতে রাশিয়াকে যে শর্ত দিলেন জেলেনস্কি
প্রকাশ: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭:৩২ পিএম আপডেট: ০৩.০৩.২০২৫ ১০:৩২ পিএম  (ভিজিট : ২৪৩)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার উদ্দেশে বলেছেন, যদি আলোচনা চান, তাহলে আমাদের ওপর আক্রমণ বন্ধ করুন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জনগণের ওপর হামলা বন্ধ করুন। 

সোমবার (৩ মার্চ) ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আরও বিমান হামলার পর রাশিয়ার প্রতি এমন আহ্বান জানান জেলেনস্কি। 

ইউক্রেন পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার হামলায় ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এই হামলার ফলে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। 

জেলেনস্কি তার সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যা চালিয়ে যাচ্ছে, তা আসলে ‘বিমান সন্ত্রাস’। ইউক্রেন একটি ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাভাবিক ও নিরাপদ জীবন নিশ্চিতে লড়াই করছে মাত্র। আমরা চাই, এই যুদ্ধ শেষ হোক। কিন্তু রাশিয়া তা চায় না। তারা বিমানসন্ত্রাস অব্যাহত রেখেছে। 


তার বক্তব্য অনুসারে, গত এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহর ধ্বংস ও নিরীহ মানুষ হত্যার উদ্দেশে ১ হাজার ৫০টিরও বেশি ড্রোন, প্রায় ১ হাজার ৩০০ বোমা এবং ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিতেছে রাশিয়া।

তিনি বলেন, আপনি যদি আলোচনা চান, তাহলে জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করুন। রাশিয়ার হামলা ঠেকাতে বিশ্বের আরও সম্মিলিত অবস্থানের আহ্বান জানান জেলেনস্কি।


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইউক্রেন   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close