ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

যুক্তরাজ্যে রাজা ও ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন জেলেনস্কি
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:১৩ পিএম  (ভিজিট : ১৩০)

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের লন্ডনে স্থানীয় সময় রোববার (২ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় নেতাদের সাথে দেখা করবেন।

ব্রিটিশ ওভাল অফিসের বরাতে সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া রাজা চার্লস রোববার জেলেনস্কির সাথে দেখা করার আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে এক্স তিনি নিজেই জানিয়েছেন।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকে তীব্র বাক-বিতণ্ডার পর লন্ডন সফরে আসেন জেলেনস্কি। 

শনিবার ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলেনস্কি, যেখানে তারা ইউক্রেনকে ২.৮ বিলিয়ন ডলারের ঋণ দ্রুততর করার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেন।

যুক্তরাজ্য সরকারের মতে, তহবিলের প্রথম কিস্তি আগামী সপ্তাহে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের আমন্ত্রণে ইউরোপের কোন কোন নেতা এ সম্মেলনে আসছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে, ইউরোপ জুড়ে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা এতে উপস্থিত থাকবেন- তাদের সামনে ট্রাম্প ও পুতিনের সম্মিলিত কঠিন চ্যালেঞ্জ থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close