ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি হামাসের
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ১:০২ পিএম আপডেট: ০২.০৩.২০২৫ ১:১৫ পিএম  (ভিজিট : ২৬৩)

ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রাথমিক পর্যায়ের সময় অস্থায়ীভাবে বাড়ানোর পর হামাস জানিয়েছে যে তারা চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।

হামাস নেতা মাহমুদ মারদাউই রোববার বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা এবং আটক ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের একমাত্র উপায় হলো যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন সম্পন্ন করা এবং তা দ্বিতীয় ধাপ বাস্তবায়ন দিয়ে শুরু করা।’
 
এর আগে, পবিত্র রমজান মাস এবং ইহুদিদের পাসওভার উৎসবকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

এক বছরের বেশি সময় গাজায় যুদ্ধ চলার পর হামাস ও ইসরায়েলের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়, যা গতকাল (শনিবার) শেষ হয়। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তিনধাপের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে ৪২ দিন গাজায় কোনো যুদ্ধ হয়নি। সেই চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

দ্বিতীয় ধাপের চুক্তিতে যুদ্ধবিধস্ত গাজা পুনর্গঠনের কথাও উল্লেখ আছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close