ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

তিন দিনের সফরে বাংলাদেশে ইইউ কমিশনার
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৫৩ পিএম  (ভিজিট : ২১২)

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি এবং সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার হাডজা লাবিব তিনদিনের বাংলাদেশ সফরে শনিবার (১ মার্চ) দুপুরে ঢাকায় এসেছেন। হযরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ইইউর কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের অংশ হিসেবে ইইউ কমিশনার হাডজা লাবিব শনিবার কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দিবেন। সেখানে তিনি একাধিক রোহিঙ্গা শিবির সরেজমিন পরিদর্শণ করবেন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া তিন দিনের সফরের অংশ হিসেবে কমিশনার হাডজা লাবিব প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাসহ অন্যান্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান মার্চে রোহিঙ্গা সঙ্কটের মানবাধিকার তহবিল (জয়েন্ট রেসপন্স প্লান) ঘোষণার কথা রয়েছে। চলতি বছর রোহিঙ্গা ইস্যূতে কী পরিমাণ মানবাধিকার তহবিল প্রয়োজন হবে তা সরেজমিন খতিয়ে দেখতেই ইইউ’র কমিশনার বাংলাদেশ সফর করছেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close