ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

মনোহরগঞ্জে সেনাবাহিনীর হাতে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৭:৩৭ পিএম  (ভিজিট : ২০৬)

কুমিল্লার মনোহরগঞ্জে ইয়াবাসহ ইউসুফ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টহলরত সেনাবাহিনীর সদস্যরা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মনোহরগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শনিবার (১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহলরত সদস্যরা পুলিশের সহায়তায় উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল মধ্যপাড়া থেকে অভিযুক্তকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযুক্ত ইউসুফের বাড়ি উপজেলার বিপুলাসার ইউপির জাওড়া গ্রামে। সে ঐ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। যৌথ অভিযানে মনোহরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর বশির আহমেদসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

শনিবার দুপুরে আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close