ই-পেপার বুধবার ১২ মার্চ ২০২৫
বুধবার ১২ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ১২ মার্চ ২০২৫

জবির 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০১ এএম  (ভিজিট : ১৮০)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষাটি দুই শিফটে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এবার ৫২০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০ হাজার ১১২ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

প্রথম শিফট শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।


এবারের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ২৮ নম্বর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে। বাকি ৭২ নম্বরের মধ্যে লিখিত অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনী প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। তবে বহুনির্বাচনী প্রশ্নে কোনো নেগেটিভ নম্বর থাকবে না।

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গত ৩১ ডিসেম্বর 'ই' ইউনিটের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close