ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস জানতে পারি: মির্জা ফখরুল
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪৬ পিএম  (ভিজিট : ১৬২)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের সময় ইতিহাস বিকৃত করার চক্রান্ত হয়েছিল। তবে বাস্তবতা এমন যে, কেউ ইচ্ছা করলেই সঠিক ইতিহাসকে বিকৃত করতে পারে না। আজকে এটা প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করবে।

তিনি বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত, যেন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।


জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাকশাল ছিল একটি একদলীয় শাসনব্যবস্থা। সেখান থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রের পথে নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। সংবাদপত্র মুক্ত করেছিলেন। এটি এখন অনেকেই ভুলে গেছেন। এই তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানেন না যে, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটি মুক্ত করে দিয়েছিলেন, মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।


আরও সংবাদ   বিষয়:  মির্জা ফখরুল ইসলাম আলমগীর   বিএনপি   বইমেলা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close