প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৭ পিএম আপডেট: ২৬.০২.২০২৫ ৮:৪৪ পিএম (ভিজিট : ২০২)

সাত বছর পর বিএনপি বর্ধিত সভা করবে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। সংসদ ভবনের এলডি প্রাঙ্গণে এ সভা শুরু হবে সকাল ৯টায়। এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
রুহুল কবির রিজভী জানান, বর্ধিত সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জেলা বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, উপজেলা, থানা ও পৌর বিএনপির সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, কেন্দ্রীয় ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও প্রাথমিক মনোনয়ন পাওয়া দলের প্রার্থীরা অংশ নেবেন।
সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিন দিন পর ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নেতাকর্মী ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও সভায় উপস্থিত থাকবেন। সেই নির্বাচনে যারা প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন, এবার তাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানানো হবে।
অভ্যন্তরীণ বর্ধিত সভার একটি নির্দিষ্ট সময় সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিবের বক্তব্যের সময়টুকু মিডিয়া কভারেজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বাকিটা সময় শুধু দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
বিএনপি নেতারা বলছেন, বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা উঠে আসবে। ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাওয়া নতুন দল সম্পর্কেও নানা কথাবার্তা উঠে আসবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
তার বক্তব্যে সারা দেশে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে যেমন কঠোর নির্দেশ থাকবে, তেমনি আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের করণীয় সম্পর্কে জানাবেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান অবস্থান নিয়ে আলোচনা-সমালোচনা হবে। এছাড়া কোনোভাবেই দেশে জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নিবাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হবে।
বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ৬টি উপকমিটিও গঠন করা হয়েছে।