ই-পেপার বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫
ই-পেপার

বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই এসআই হাসপাতালে
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম  (ভিজিট : ১১৬)

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের দুই এসআই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বারেক বিল্ডিং মোড়ের পরিত্যক্ত একটি জায়গায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। তবে ছুরিকাঘাত করলেও তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আহতরা হলেন, ডবলমুরিং থানার এসআই আহলাদ ইবনে জামিল ও এসআই নজরুল ইসলাম। এরমধ্যে আহলাদ ইবনে জামিল আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে আছেন। আটক তিন ছিনতাইকারীর নাম জুয়েল, তারেক ও জাহেদুল ইসলাম।

পুলিশ জানায়, নগরীর বারেক বিল্ডিং মোড়ের পরিত্যক্ত একটি জায়গায় আস্তানা ছিল ছিনতাইকারীদের। পুলিশ গোপন সূত্রে জানতে পারে ওই আস্তানায় ডাকাতি ও ছিনতাইয়ের অর্থ ভাগ-ভাটোয়ারা করছে ছিনতাইকারীরা। এ ছাড়া এ সময় তারা ছিনতাইয়ের প্রস্তুতিও নিচ্ছিলেন। খবর পাওয়ার পর ছিনতাইকারীদের ওই আস্তানায় অভিযান চালায় পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তিন জনকে ঝাপটে ধরে ফেলেন। এসময় তিন ছিনতাইকারী পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন। পরে পুলিশের অন্য সদস্যরা এসে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

সিএমপির ডিসি (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, ছিনতাইকারী ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের কাছে তথ্য ছিল মনির, মেহেদী, রাজু, জুয়েল, তারেক, জাহেদুল ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। তারা লুট করা অর্থ ও মালামাল ভাগ-ভাটোয়ারা করছে। সেই তথ্যের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়। ছিনতাইকারীরা ওই দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় তিন জনকে আটক করা হয়।  খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আছে। ছিনতাইকারী জুয়েল,তারেক ও জাহেদুলকে আটক করেছি। তাদের কাছ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা সহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়।

ছিনতাইকারীদের আস্তানাটি একটি পরিত্যক্ত জায়গা জানিয়ে তিনি বলেন, সেখানে একটি টিনের ঘরকে তারা আস্তানা হিসেবে ব্যবহার করে আসছিল। অভিযানের সময় পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close