ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

‘ইউক্রেন যুদ্ধ শেষ করতে স্টারমার ও ম্যাক্রো কিছুই করেননি’
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৮ এএম  (ভিজিট : ১৬০)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধান কিয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধ শেষ করতে কিছুই করেননি। এ সপ্তাহে ম্যাক্রো ও কিয়ার স্টারমার হোয়াইট হাউস সফরে যাবেন। এর আগেই ট্রাম্প তাদের নিয়ে এমন মন্তব্য করলেন। খবর: বিবিসি

ট্রাম্প আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আলোচনায় ইউক্রেন প্রেসিডেন্ট ভ্ললোদিমির জেলেনস্কির কোনো ভূমিকা নেই। সুতরাং শান্তি আলোচনার বৈঠকে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ নয়। 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান শুরু করলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং তাদের মিত্ররা কিয়েভকে অস্ত্রসহ  অন্যান্য রসদ দিয়ে পাশে দাঁড়ায়। 

সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকের আগে গত সোমবার ইউরোপীয় নেতারা ইউক্রেনকে নিয়ে প্যারিসে একটি বৈঠকে বসেন। সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছেন, শান্তি আলোচনায় ইউক্রেন ও ইউরোপকে বাদ দেয়া হতে পারে। 

ম্যাকো ও স্টারমারের সমালোচনা সত্ত্বেও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের প্রশংসাও করেছেন। তিনি ম্যাক্রোকে বন্ধু এবং স্টারমারকে খুবই ভালো ব্যক্তি বলে মন্তব্য করেছেন। 


ফ্যান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফর করার কথা রয়েছে। এছাড়া কিয়ার স্টারমার আগামী বৃহস্পতিবার হোয়াইট হাউস সফর করতে পারেন। 

কিয়ার স্টারমার বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা রক্ষায় যুক্তরাজ্য সৈন্য পাঠাতে প্রস্তুত। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে বিবিসি। 

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে আপোষের বিষয়ে ইউরোপীয় নেতারা রাজি না হওয়ায় কিয়েভের পরিস্থিতি নিয়ে তারা প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে। 

এদিকে ইউক্রেনে রাশিয়া পুরোপুরিভাবে যুদ্ধ শুরু করার পর- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডাসহ জাপান মস্কোর ওপর ২০ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করে। 


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন যুদ্ধ   রাশিয়া   ডোনাল্ড ট্রাম্প  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close