প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১৫ পিএম আপডেট: ২১.০২.২০২৫ ৯:৩৫ পিএম (ভিজিট : ১৪৪)

রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের গ্যারেজেও। আগুনের ব্যাপকতা বেশি থাকায় নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হলেও রাত সোয়া ৯টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর আসে খিলগাঁও তালতলা মার্কেটের পাশে আগুন লেগেছে। এ খবরে প্রথমে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ও পরে আরও একটি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরওে ৫টি ইউনিট পাঠানো হয়। এই ৮ ইউনিটের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসছে না। সবশেষ আরও ৩ ইউনিট যুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।