ই-পেপার রবিবার ১৬ মার্চ ২০২৫
রবিবার ১৬ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ১৬ মার্চ ২০২৫

হালনাগাদে বাদ পড়ল ১৬ লাখ মৃত ভোটার
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ পিএম আপডেট: ১৯.০২.২০২৫ ১১:৩১ পিএম  (ভিজিট : ২২৭)

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ১৬ লাখেরও বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য একীভূত করে নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের পরিচালক মো. আব্দুল মমিন সরকারের সই করা প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত মোট ৫৩ লাখ ৫৫ হাজার ৩৩৮ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। তালিকায় যোগ করতে সাড়ে ৫৩ লাখ নাগরিকের তথ্য নেওয়া হয়েছে। ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন ১৪ লাখ ৪১ হাজার ২২০ জন। এ ছাড়া মারা যাওয়ায় ১৬ লাখ ২৭ হাজার ৬৮৬ জনকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ে মধ্যে যারা বাদ পড়েছেন তারা অনলাইনে তথ্য পূরণ করে নিবন্ধনকেন্দ্রে গিয়ে ভোটার হতে পারবেন। এর আগে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে ইসি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।


আরও সংবাদ   বিষয়:  ভোটার তালিকা   ভোটার হালনাগাদ   মৃত ভোটার   নির্বাচন কমিশন   ইসি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close