প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ পিএম আপডেট: ১৯.০২.২০২৫ ১০:২৩ পিএম (ভিজিট : ৩৩০)

বগুড়ার কাহালুতে বাড়ির বিদ্যুতের বিল দেওয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রুপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত রুপালী বেগমের স্বামী পলাশ প্রামানিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কাহালুর পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত দেবর মোজাম্মেল হক (৩২), তার স্ত্রী আফরোজা (২৫), বাবা রশেদ আলী (৬৫) ও মা মরিয়ম বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, পাল্লাপাড়া গ্রামের রশেদ আলীর ছেলে মোজাম্মেল হক বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তার বৈমাত্রীয় ভাই পলাশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। পলাশের স্ত্রী রুপালী এগিয়ে এলে মোজাম্মেল তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। মুমূর্ষু রুপালীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
কাহালু থানার ওসি বলেন, নিহত রুপালীর ভাই সুমন বাদী হয়ে বুধবার সকাল ১১টায় কাহালু থানায় ঘাতক মোজাম্মেলকে প্রধান আসামি করে চারজনের নামে হত্যা মামলা করেন। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।