ই-পেপার শুক্রবার ১৪ মার্চ ২০২৫
শুক্রবার ১৪ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ১৪ মার্চ ২০২৫

কুয়েটে সংঘর্ষের ‘শর্ট সার্কিট’ হাসনাত, অভিযোগ নাছিরের
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৮ পিএম  (ভিজিট : ২৬০)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সংঘর্ষের ঘটনার দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের ওপর চাপিয়েছে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অভিযোগ করেন, অগ্নিকাণ্ড যেমন ছোট ছোট শর্ট সার্কিট থেকে ঘটে থাকে। তেমনি কুয়েটে সংঘর্ষের ঘটনায় শর্ট সার্কিট ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। যেখানে নেতৃত্ব দিয়েছে কুয়েটের আহ্বায়ক ওমর ফারুক। আর তা ঢাকা থেকে মনিটরিং করেছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্রীড়া কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক এমন অভিযোগ তোলেন।

নাছির উদ্দিন বলেন, হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সভা-সেমিনারে মানুষকে জ্ঞান দিয়ে থাকেন। বিভিন্ন ওয়াজ-নসিহত করেন। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মিটিং হয়েছে, সেখানে কোন প্রটোকলে তিনি এবং নাগরিক কমিটির আহবায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অংশ নেন।

নাছির বলেন, বাংলাদেশের যেকোনো সংগঠনের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কীভাবে ছাত্রদলের তিনজন নেতার ওপর হামলা করে- সে প্রশ্ন আমরা রাখতে চাই। শিবিরের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কুয়েটে তাদের কমিটি আছে কী না, যে হামলা হয়েছে তার ব্যখ্যা দিতে হবে। আর কোনো ক্যাম্পাসে যদি বিনা কারণে হামলার ঘটনা ঘটে, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দায় নিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গেস্টরুম ও জোর করে মিছিলে আনার সংস্কৃতি বিলুপ্তি হয়েছে। কিন্তু গুপ্ত রাজনৈতিক চর্চা এখনও চালু আছে। এটির পবির্তন হয়নি।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে বলেন, ৫ আগস্টের পরাজিত শক্তি এবং ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসেবে ছিল তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চায় বাধাগ্রস্ত করছে। মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি করছে। নাগরিক হিসেবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টায় লিপ্ত থেকে অতীতের সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে।

রাকিব বলেন, এরই মধ্যে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মো. ইয়াহিয়ার নেতৃত্বে একটি সরেজমিন তদন্ত টিম খুলনা গিয়েছেন। তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোনো পক্ষ থেকেই কোনো উপসংহার টানা সম্ভব না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঐক্য বজায় রাখতে চাই। ছাত্র রাজনীতি থাকবে না বলে ছাত্র শিবির নিজেদের কমিটি দিচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মী। 

হামলায় জড়িতদের বিচার দাবি করে ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, এসব ন্যাক্কারজনক ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্ত করে তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


আরও সংবাদ   বিষয়:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   কুয়েট   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   ছাত্র শিবির   ছাত্রদল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close