ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

কুয়েটে সংঘর্ষ : ঢাবিতে ছাত্রদল-বৈষম্যবিরোধী পাল্টাপাল্টি বিক্ষোভ
*ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে, ছাত্রদলকে হাসনাত আবদুল্লাহ *কুচক্রী মহল গুপ্ত সংগঠন নামে বেনামে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ঢাবি ছাত্রদল
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১১ পিএম আপডেট: ১৮.০২.২০২৫ ১১:১২ পিএম  (ভিজিট : ৩৬৯)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এতে দু’পক্ষই সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে এ ঘটনায় ছাত্রদলকে দায়ী করে একটি প্রতিবাদ সভা আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হইয়েন না। মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায় তা জেনে আপনাদের তাদের সাথে তাদের মত অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রলীগের মতো রাজনীতি করতে চান সাদ্দামের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা ব্যানার ধরতে ছয় জন মানুষের প্রয়োজন হয়। গত ১৬ বছর এই ৬ জন মানুষ আপনাদের ছিল না। আজ আপনাদের পেছনে শত শত মানুষ। এই মানুষগুলোই গত ১৬ বছর ছাত্রলীগের পেছনে ছিল। এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না। গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন। পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে।

কুয়েটে সংগঠিত এ ঘটনার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচিও ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামীকাল (বুধবার) বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই ও আজকের নির্যাতনের ভিডিও প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেল ৩টায় এটি প্রকাশ করা হবে।

সমম্বয়ক আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো দখলদারিত্বের ঠাই হবে না। বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররাজনীতির দরকার আছে। তেমনি শিক্ষার্থীদের কনসার্ন নিয়ে কাজ করতে হবে। জোরজবরদস্তি করে রাজনীতি খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে।

এদিকে কুয়েট ক্যাম্পাসে ফরম বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার রাত ৯ টায় রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ করছিল। 

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কুয়েটে ফরম বিতরণ করা হয়েছে সেটি আমাদের সাংবিধানিক অধিকার। ছাত্রদল নেতাকর্মীদেরকে ফরম বিতরণসহ  সকল কার্যক্রমকে সম্পুর্ণ সহনশীলতা ও শৃঙ্খলার সাথে করার নির্দেশনা দিয়েছে। কুয়েটে কেন্দ্রীয় ছাত্রদলের  সাংগঠনিক নির্দেশনা মোতাবেক একটি টিম শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ করতে গিয়েছিল। সেখানে তাদের উপর বিনা উস্কানিতে হামলা করা হয়। ছাত্রদল এই হামলার তীব্র নিন্দা জানায়। 

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুমাস যারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি চাইনা বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিছিল করেছিল- তারাই এখন ক্যাম্পাসে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসে আছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি গুপ্ত সংগঠন একের পর এক ‘মব’ ক্রিয়েট করে যাচ্ছে। তারা মনে করছে- তারা ‘মেধাবীর সর্বোচ্চ আসন’ আরোহন করে। কিন্তু প্রকৃত শিক্ষার্থীরা বুঝে গেছে মব সৃষ্টি করে- কোন ধরনের 'গুপ্তবৃত্তির চর্চা' সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যে অধিকার আদায়ের জন্য ছাত্রদল গত ১৭ বছর ধরে এত ত্যাগ স্বীকার করেছে সেই রাজনৈতিক অধিকার আদায়ের জন্য যখন ছাত্রদলের নেতাকর্মীরা কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের ফরম বিতরণ করতে গেল তখনই একটি কুচক্রী মহল গুপ্ত সংগঠন- নামে বেনামে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল।  কুয়েটে আমাদের নেতাকর্মীরা যখন কার্যক্রম শেষে ক্যাম্পাস ত্যাগ করছিল তখনই মূল ফটকের সামনে আসে তখন একটি গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নামে নেতাকর্মীদের উপর হামলা করে রক্তাক্ত করে। এই নৃশংস হামলার সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

এসনয় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ক্যাম্পাসে হলে হলে সুশৃঙ্খলভাবে মেধা দিয়ে শান্তিপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। এরপর আবার যদি কেউ ছাত্রদলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে তাহলে আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে, বুদ্ধি দিয়ে মেধা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো। আপনারা আর কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। যারা ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু করেছে আমরা মেধা দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দিব। 

সময়ের আলো/জেডআই


আরও সংবাদ   বিষয়:  খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   কুয়েট   ঢাকা বিশ্ববিদ্যালয়   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন   ছাত্রদল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close