ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

বঙ্গবন্ধুবিষয়ক বইয়ের ক্রেতা মিলছে না
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫০ এএম  (ভিজিট : ১৬৪)

গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজনীতির পটপরিবর্তনের পর এবারই প্রথম বইমেলা। এবার জাতীয়তাবাদী ও ইসলামি ঘরানার বইয়ের বিক্রি বেড়েছে। তবে গত এক দশকের বেশি সময় ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেভাবে মুড়ি-মুড়কির মতো বই প্রকাশ হতো, সেই ধারা বন্ধ হয়েছে। তেমন বিক্রি না হওয়ায় এ বিষয়ক বই স্টলে তোলেননি অনেকেই।

গত কয়েক দিনে বইমেলার অনেকগুলো ছোট-বড় প্রকাশনীর স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখা যায় বঙ্গবন্ধুকে নিয়ে নতুন বই প্রকাশ হয়নি। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো পুরোনো বইও রাখেনি। যেসব প্রকাশনা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুবিষয়ক বইয়ের আধিক্য থাকত সেগুলোতেও দু-একটির বেশি বই দেখা যায়নি। এসব বইয়ে পাঠক আগ্রহ ও বিক্রি নেই বলে জানান বিক্রয়কর্মীরা। স্টল ও প্রকাশনী সংশ্লিষ্টরা বলছেন, রাজনীতির পটপরিবর্তনের কারণে পাঠক আগ্রহ কমেছে। এ জন্য বঙ্গবন্ধু ও আওয়ামী ঘরানার বই রাখেননি তারা।

এর আগে ২০২০ সালের বইমেলা উৎসর্গ করা হয়েছিল শেখ মুজিবুর রহমানকে। সেবার বইমেলাকে ভাগ করা হয়েছিল চার ভাগে। শিকড়, সংগ্রাম, মুক্তি ও অর্জন। বইমেলার গত দুই বছরের প্রতিপাদ্য ছিল ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’

বেশ কয়েকটি প্রকাশনী ঘুরে বিক্রয় প্রতিনিধি, ইনচার্জ, ব্যবস্থাপকদের সঙ্গে কথা হলে তারা বলেন, এবারের বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে নতুন লেখা বই নেই। কোনো কোনো প্রকাশনীতে দু-একটি বই থাকতে পারে। এটি হয়েছে মূলত রাজনৈতিক পটপরিবর্তনের কারণে। তবে বই রাখায় বিধিনিষেধ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রথমার এক বিক্রয় প্রতিনিধি বলেন, আমাদের কাছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দু-একটি বই আছে কিন্তু সেগুলো ইতিহাস সংশ্লিষ্ট। প্রতি বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে অনেক বই থাকত আগামী প্রকাশনীতে। এই প্রকাশনীর বিক্রয় প্রতিনিধিরা জানান, এ বছর তাদের প্রকাশনীতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই আসেনি।

ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএলের সবচেয়ে বেশি বিক্রীত বইয়ের নাম ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী।’ কিন্তু এবার সেই অসমাপ্ত আত্মজীবনী বই রাখাই হয়নি। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন বইও নেই। নোমান নামে এক বিক্রয় প্রতিনিধি বলেন, এবার বঙ্গবন্ধুর বই কেউ খুঁজছে না। অসমাপ্ত আত্মজীবনী বইটি স্টলে নেই। নতুন করেও বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বই আসেনি।

এবারের বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের স্টল মাতৃভূমি, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, জয় বাংলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু বইমেলা পরিষদ, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার, জয় বাংলা সাংস্কৃতিক ঐক্য জোটসহ এ ধরনের স্টল নেই। এসব স্টলে বঙ্গবন্ধু ও আওয়ামী ঘরানার বই থাকত। স্টলগুলো না থাকায় বইও নেই।

গতকাল সোমবার ছিল অমর একুশে বইমেলা ১৭তম দিন। এদিন মেলা শুরু হয় বেলা ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল মেলায় নতুন বই এসেছে ১১৩টি। মেলার ১৭তম দিন পর্যন্ত মোট বই এসেছে ১৬৪৪টি।

মূলমঞ্চ : গতকাল বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আল মাহমুদ : জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন মজিদ মাহমুদ। আলোচনা করেন মুসা আল হাফিজ এবং কাজী নাসির মামুন। সভাপতিত্ব করেন মাহবুব সাদিক।

লেখক বলছি মঞ্চ : গতকাল লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি মতিন বৈরাগী এবং কবি ফজলুল হক তুহিন।

আজকের অনুষ্ঠান : আজ মঙ্গলবার মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘জীবন ও কর্ম : শহীদ কাদরী’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন তারানা নূপুর। আলোচনা করবেন শামস আল মমীন এবং আহমাদ মাযহার। সভাপতিত্ব করবেন হাসান হাফিজ।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close