ই-পেপার মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫

সাবেক মন্ত্রী মুজিবুল ও তার স্ত্রীর ১০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ১৭.০২.২০২৫ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৬১)

কুমিল্লা-১১ আসনের সাবেকে এমপি ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে অবৈধভাবে ১০কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন (প্রতিরোধ) এ তথ্য জানান। ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রথম মামলায় মো. মুজিবুল হককে আর দ্বিতীয় মামলায় তিনি ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি মো. মুজিবুল হক ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা নিজ ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে প্রথম মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও মো. মুজিবুল হককে আসামি করা হয়েছে। ওই মামলায় তাদের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা/দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৯ জানুয়ারি সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

সময়ের আলো/জেডআই




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close