ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

ভারত-নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৫ পিএম  (ভিজিট : ২৫৬)

ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সম্মেলন ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. মুহাম্মদ ইউনূস বলেন,‌ ভৌগোলিক অবস্থানগত কারণে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে এই চার দেশ লাভবান হবে। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক দিক থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এর পাশাপাশি আমাদের রয়েছে বিপুল জনগোষ্ঠী, যা দেশের জন্য বড় সম্পদ। 

বাংলাদেশের তরুণ সমাজের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্ব জয় করতে পারে। তাই এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। প্রতিটি তরুণ ‘মহাশক্তি’। সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে। আমাদের যতরকমের অভাব আছে, ঘাটতি আছে; তার চেয়ে অনেক বেশি তরুণরা নিয়ে আসতে পারে। সম্পূর্ণ ভিন্ন এই প্রজন্ম, এই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে। আমরা শুধু বসে আছি দরজায় তালা লাগানোর জন্য। আমাদের তারুণ্য জুলাই-আগস্টে যা দেখিয়েছে, সেটা পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত। এটা সাধারণ কোনো ঘটনা না। এই বিপ্লব কথাও হয়নি। তার প্রতিটি জিনিসে যদি আপনারা বিচারে বসেন, দেখবেন যে প্রতিটি দিক থেকে এটি অনন্য। সেই অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করবেন না যে এক ঘটনায় তা শেষ। শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। 

তিনি বলেন, দুর্নীতির তালিকায় দেখবেন বাংলাদেশ সর্বনিম্ন (স্তরে), সততা বলে আমাদের আর কোনো জিনিস নেই। কাজেই দুর্নীতি থেকে বের না হলে কিছুই হবে না। এই দুর্নীতি কীভাবে আছে, কোথায় আছে; আমলাদের অজানা নয়। এটা থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের গতি নেই। এটা থেকে বের হতেই হবে আমাদের। এমন গভীরে ঢুকে গেছে দুর্নীতি যে, কেউই মুক্ত হতে পারছি না।


অন্তর্বর্তীকালীন সরকারের অল্প সময়ে দুর্নীতি কতটুকু সমাধান দিতে পারবেন, তা জানা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্বে আসার পর থেকে চেষ্টা করছি, তবে সেটা কাগজে-কলমে। আজকে সকালে একটা চেষ্টা করলাম, সেটা হচ্ছে অনলাইন সার্ভিস। সব তৈরি আছে , কাজে লাগাতে পারছে না। কিছু লোক যায় অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য, গিয়ে শোনে সার্ভার ডাউন। সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ সেই সার্ভিস দেবে না সে, আরেক জায়গায় আরেক ব্যাখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতি মুক্ত হই। না হলে ব্যবসা-বাণিজ্য কিছুই চলছে না। তাদেরই লাভ হবে, কিন্তু আমরা তাদের সুযোগ দিতে চাই না, ব্যক্তিগত লাভ নিয়ে ব্যস্ত আছি। জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। আবেদন করবো যে, আমরা থাকা অবস্থায় প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে, এটা যেন শতভাগ কার্যকর আমরা করে যেতে পারি। কেউ যেন বাধা দেওয়ার জন্য কোমর বেঁধে লেগে না যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আক্ষেপ করে সরকার প্রধান বলেন, আমরা এমন এক স্বাস্থ্য মন্ত্রণালয় বানিয়েছি, যখনই বসি, সবার দুঃখে ভরে যায়। সবাই দুঃখ করে যে, সিস্টেমে চলছে! কাঠামোগতভাবে এমন এক জিনিস এটা বুঝতে পারি না, এটা থেকে উদ্ধারের উপায় কী। কাজেই আমাদের সামনে বিশাল জগত, শুধু আমাদের সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। আমাদের যে এত সুযোগ আছে, এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, সব শেষ করে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বললাম শুধু একটা উদাহরণ।

সম্মেলনে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস   অর্থনীতি  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close