ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে : তারেক রহমান
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ পিএম আপডেট: ১৬.০২.২০২৫ ৯:৫২ পিএম  (ভিজিট : ২৪৮)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ খুনি সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোসররা দেশ ধ্বংস করে দিয়েছে। দেশের সর্বস্ব লুট করে নিয়ে দেশ থেকে পালিয়েছে। বিএনপির ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করতে হবে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান।

তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং আগামীতে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির  খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মুর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল সদর থান বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌরসভা বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান প্রমুখ।

সম্মেলন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ব্যালটের মাধ্যমে জেলার সভাপতি পদে ২ জন, সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন নির্বাচন করে। জেলার মোট চারটি থানা ও তিনটি পৌরসভার মোট সাতটি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। নির্বাচন ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   বিএনপি   তারেক রহমান   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close