প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১২ পিএম আপডেট: ১৬.০২.২০২৫ ২:৫০ পিএম (ভিজিট : ১৩১)

ঢাকার আশুলিয়া গোমাইল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ ১১ জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। তার নাম সুমন রহমান (৩৫)।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতিয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুমন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সুমনের শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এখন পর্যন্ত আরও ৯ জন ভর্তি আছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে সুর্য্য বেগম (৫০) ৭ শতাংশ, সোহেল (৩৮) ১০ শতাংশ, শারমিন আক্তার (৩৫) ৪২ শতাংশ, সোয়াইদ (৪) ২৭ শতাংশ, সুরাইয়া (৩মাস) ৯ শতাংশ, মনির হোসেন (৪০) ২০ শতাংশ, ছামির মাহমুদ ছাকিন (১৫) ১৪ শতাংশ, মাহাদী (৭) ১০ শতাংশ ও জহুরা বেগম (৭০) ৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে।
এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া গোমাইল গ্রামে একটি ভাড়া বাসায় দ্বিতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। রাত ১টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়।