প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ১৫.০২.২০২৫ ৮:১৬ পিএম (ভিজিট : ২৪৯)

নতুন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য জাতি দায়িত্ব দিয়েছে। এ কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, দীর্ঘদিন সংগ্রাম ও অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি। ছয়টি কমিশনের প্রস্তাবে সেই পথরেখার কথা উল্লেখ আছে। এখন আমাদের কাজ সুপারিশের বিষয়ে ঐকমত্য তৈরি, বাস্তবায়নের পথ-পদ্ধতি তৈরি করা।
আরও পড়ুন: আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় সরকার: মির্জা ফখরুল রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে আলী রীয়াজ বলেন, শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না। প্রক্রিয়া অগ্রসরে সবার ঐকমত্য জরুরি। ঐকমত্য করতে রাজনৈতিক দলের সঙ্গে দলগত ও জোটগত বৈঠক করবো। কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের আগে সবচেয়ে জরুরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ থাকা। বিভিন্ন সময়ে আমরা আবারও মিলিত হব।
আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করা সম্ভব উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা, সবার আলাপ-আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা ও যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া; এমন দলিল তৈরি করা যাতে নতুন বাংলাদেশের প্রথম রেখা তৈরি করা যাবে।