প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম আপডেট: ১৫.০২.২০২৫ ১০:২৫ পিএম (ভিজিট : ২০০)

আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করব সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্য তৈরি হবে। দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।’
প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিলো, সেগুলোর ওপর আলাপ-আলোচনা হবে। দলগুলো এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে। একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছেন।
তিনি আরও বলেন, আজ ছিল শুধু ইন্ট্রোডাকশন। বিভিন্ন দল তাদের নিজস্ব মতামত দিয়েছে। পজিটিভ কন্সট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। আজ পরিচিতির মতো একটা ব্যাপার ছিল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।