ই-পেপার রবিবার ২৩ মার্চ ২০২৫
রবিবার ২৩ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ২৩ মার্চ ২০২৫

জুলাই-আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন
জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ বুধবার
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৬ পিএম  (ভিজিট : ২১৪)

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভা থেকে প্রকাশ করবে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। 

প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল কিন্তু মঙ্গলবার জেনেভা থেকে এক বার্তায় বলা হয় যে প্রতিবেদন প্রকাশের সময়-সূচিতে পরিবর্তন আনা হয়েছে এবং প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়  এক বাতায় জানায়, জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনস এর স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (ঢাকা সময় বিকেল আড়াইটা) একটি সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন প্রকাশ করা হবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিবেন। এছাড়া, প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন ররি মাঙ্গোভেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান; জ্যোৎস্না পৌদ্যাল, মানবাধিকার কর্মকর্তা; এবং রাভিনা শামদাসানি, প্রধান মুখপাত্র। সংবাদ সম্মেলনটি জাতিসংঘের ওয়েব টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

ঢাকায় অবস্থিত জাতিসংঘের কার্যালয় জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস গত ১ জুলাই থেকে ১৫ আগষ্ট পর্যন্ত সাম্প্রতিক বিক্ষোভের কারনে উদ্ভূত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার, একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেছে। ফ্যাক্ট-ফাইন্ডিং দল, সত্য উদ্ঘাটন, দায় - দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং অতীতের মানবাধিকার লঙ্ঘন সমূহ ও তাদের পুনরাবৃত্তি রোধে বাংলাদেশের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করার জন্য দায়িত্বপ্রাপ্ত। ১ জুলাই থেকে ১৫ আগস্ট সময়কাল মধ্যে বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত প্রাথমিক তথ্য প্রদানের জন্য সকল ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্যাক্ট-ফাইন্ডিং তদন্তটি কোনো অপরাধ অনুসন্ধান বা আইনি তদন্ত নয়। এটি যেকোনো জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে স্বাধীনভাবে পরিচালিত। এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটি কঠোরভাবে গোপনীয়।

তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের (এর মধ্যে রয়েছে–মানবতাবিরোধী অপরাধ, নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক ও বেসরকারি পক্ষগুলোর মাধ্যমে হত্যা ও নির্যাতন, জনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, নিবর্তনমূলক আটক ও গ্রেপ্তার, গুম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি) ঘটনাগুলো তদন্ত করেছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close