ই-পেপার শনিবার ১৫ মার্চ ২০২৫
শনিবার ১৫ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ১৫ মার্চ ২০২৫

মুখর উদ্যান মৌন প্রাঙ্গণ
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৮ এএম  (ভিজিট : ১৩৮)

অমর একুশে বইমেলায় মাসভর প্রাণোচ্ছল থাকে সোহরাওয়ার্দী উদ্যান। পাঠকরা ঘুরে ঘুরে বই দেখেন আর পছন্দ হলে নিজ আর প্রিয়জনের জন্য কেনেন। তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আবহ থাকে বাংলা একাডেমি প্রাঙ্গণ অংশে। এখানে পাঠক-দর্শনার্থীর পদচারণা সামান্যই। তাই অনেকটা মৌন থাকে মেলার এই অংশ। এক দশক আগেও এই চিত্র ছিল ভিন্ন। তখন লেখক, কবি, নাট্যকার ও সংস্কৃতিকর্মীদের উপস্থিতিতে প্রাণোচ্ছল থাকত বাংলা একাডেমি প্রাঙ্গণ। ওই সময় শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণেই ছিল মেলার পরিসর। এরপর বছর বছর প্রকাশনা সংস্থা বাড়তে থাকে। জায়গা সংকুলান না হওয়ায় ২০১৪ সাল থেকে একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও মেলার আয়োজন শুরু হয়। আর এ থেকেই পাল্টে যায় মেলার চিত্র। খুব প্রয়োজন ছাড়া পাঠকরা আর একাডেমি প্রাঙ্গণে ঢুঁ মারেন না। আর উদ্যান থাকে লেখক-পাঠকে মুখর।

গতকাল রোববার মেলার নবম দিন বিকালে দেখা যায়, লেখক-পাঠকের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। অন্যদিকে ভিন্ন চিত্র একাডেমি প্রাঙ্গণের। এখানে বেশ কিছু স্টল থাকলেও তেমন আনাগোনা নেই পাঠক-দর্শনার্থীর। কিছুটা স্তিমিত অবস্থায় আছে। মাঝেমধ্যে কেউ আসছেন ঘুরে ঘুরে দেখছেন। পছন্দ হলে কিনছেন বই। একাডেমি প্রাঙ্গণের স্টলগুলোতে বিশ্ববিদ্যালয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বই থাকলেও এখানে তেমন আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা। তবে কিছু কিছু স্টলে ভিড় দেখা গেছে। রাজনৈতিক বইগুলোর স্টলে ভিড় আছে বলে জানান স্টলের প্রতিনিধিরা।

একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান অংশে পাঠকদের আনাগোনার এমন পার্থক্য কেন জানতে চাইলে বাতিঘর প্রকাশনীর ব্যবস্থাপক তারেক আবদুর রব বলেন, বাংলা একাডেমি প্রাঙ্গণে কিছু সরকারি প্রতিষ্ঠানের স্টল থাকে। যেখানে খুব একটা ভালো বই নেই। আবার অনেকে জানেন না ওখানে মেলা হয়। সোহরাওয়ার্দী উদ্যানে যেহেতু একটু জাঁকজমক পরিবেশ, অনেক বই সেহেতু সবাই এখানেই মূলত আসেন।

এ বিষয়ে সাহিত্য কথা প্রকাশনীর মালিক সাজেদুর রহমান বলেন, একাডেমি প্রাঙ্গণে প্রকাশনী, স্টল ইত্যাদি কম, বইও কম। এ জন্য ওদিকে লোক কম যান। সোহরাওয়ার্দী উদ্যানেই ভিড় বেশি।

মুক্তধারা প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি ইন্দ্র মোহন রায় বলেন, আমি মুক্তধারা প্রকাশনীতে এক যুগেরও বেশি কাজ করছি। আগে তো বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা হতো। যখন প্রকাশনা সংস্থা বাড়তে থাকল আর তখনই বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে এলো। সোহরাওয়ার্দী উদ্যান খোলামেলা পরিবেশ, সব ধরনের বই আছে এ জন্য এখানে মানুষের পদচারণা বেশি। কিন্তু একাডেমি প্রাঙ্গণে কয়েকটি সরকারি প্রতিষ্ঠান বা আরও কিছু সংগঠন আছে যার প্রতি পাঠকদের আগ্রহ কম। এ কারণে ওখানে লোকও কম যান। ভিড়ও হয় কম।

এদিন মেলায় এসেছে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম। একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান দুটি অংশই ঘুরে দেখেছে সে। তবে মেলায় থাকাকালীন অধিকাংশ সময়ই সোহরাওয়ার্দী উদ্যানে কাটিয়েছে। সে বলে, বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান মেলার দুটি অংশই ঘুরে দেখেছি। তবে আমি যে ধরনের বই চাচ্ছি তা সোহরাওয়ার্দী উদ্যানে আছে। তাই এখানেই ঘুরেছি বেশি।

বাংলা একাডেমির তথ্য কেন্দ্র জানায়, এবার বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান ৭০৮টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি। মোট ইউনিট ১ হাজার ৮০টি।

মোট প্যাভিলিয়নের সংখ্যা ৩৭টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে ১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি।

গতকাল রোববার ছিল অমর একুশে বইমেলার নবম দিন। এদিন মেলা শুরু হয় বেলা ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ৯৭টি। এ নিয়ে নবম দিন পর্যন্ত মোট বই এসেছে ৬৫৩টি।

মূলমঞ্চ : গতকাল বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।

লেখক বলছি মঞ্চ : গতকাল লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন আবু সাঈদ খান এবং পাভেল পার্থ।

আজকের অনুষ্ঠান : আজ সোমবার অমর একুশে বইমেলার দশম দিন মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনা করবেন সালমা নাসরীন এবং মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close