ই-পেপার রবিবার ২৩ মার্চ ২০২৫
রবিবার ২৩ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ২৩ মার্চ ২০২৫

গাজীপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের নিকট চেক হস্তান্তর
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম  (ভিজিট : ২৩০)

গত জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবাবারের কাছে চেক হস্তান্তর করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা পরিষদের পক্ষ থেকে গাজীপুরের ৯জন শহীদের পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী প্রত্যেক শহীদের বাড়িতে উপস্থিত হয়ে তাদের পরিবারকে অনুদানের চেক হস্তান্তর করেন। এছাড়া তিনি শহীদদের পিতা-মাতা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহমেদ আলী আদনান এবং গাজীপুর জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন উপজেলায় শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে জানান খন্দকার মুদাচ্ছির বিন আলী।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close