প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ পিএম (ভিজিট : ১৪০)

আমাদের জাতীয় জীবনে একটি বড় অংশে জড়িয়ে আছে রাজনীতি। এই রাজনীতি নিয়ে জানার আগ্রহও আছে অনেকের। গত বছর ছিল এক উথাল-পাতাল বছর। দেশে দেশে হয়েছে বিক্ষোভ, আন্দোলন। গত বছরে বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক পালাবদল ঘটেছে। আন্দোলন, বিক্ষোভ ও রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে আন্তর্জাতিক ও জাতীয় জীবনেও অনেক পরিবর্তন ঘটে। রাজনীতির সঙ্গে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তির সম্পর্ক থাকায় রাজনীতির বইয়েও মানুষের আগ্রহ বেড়েছে। বেড়েছে বিক্রিও।
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের লেক পাড়ে দেখা হয়েছিল হাফিজুর রহমানের সঙ্গে। তার বয়স ৩৭। কয়েকটি প্রকাশনী ঘুরে অনেকগুলো বই কিনেছেন তিনি। কবিতা ও উপন্যাসের সঙ্গে কিনেছেন রাজনীতির বই। দেশের চলমান পরিস্থিতির কারণেই রাজনীতি নিয়ে জানার আগ্রহ বেড়েছে তার। তিনি বলেন, রাজনীতি নিয়ে আমার আগে তেমন আগ্রহ ছিল না। কিন্তু গত বছরে বিভিন্ন দেশে যে পরিমাণ আন্দোলন সংগ্রাম হয়েছে আর আমাদের দেশের চলমান পরিস্থিতি ইত্যাদি কারণে রাজনীতির বইয়ের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। রাজনীতিবিদরা নানান কথা বলেন। আসলে রাজনীতি কী? আর কেমন হওয়া উচিত তা জানতেই আমার রাজনীতির বই কেনা।
ইতি প্রকাশনে বই নেড়েচেড়ে দেখছিলেন এক তরুণ। বিভিন্ন ধরনের বই তিনি দেখছিলেন। কথা হলে বলেন, রাজনীতির প্রতি আমার তেমন আগ্রহ ছিল না। কিন্তু যখন দেখলাম আমার বয়সি বা বয়সে একটু কম বা বেশি এ রকম ছেলেরা বিভিন্ন সভা-সেমিনার, গণমাধ্যমে বক্তব্য রাখছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়বস্তু নিয়ে কথা বলছে। এসব দেখে আমিও কিছুটা রাজনীতি নিয়ে জানতে আগ্রহী হলাম। আমাদের রাজনীতি এখন কীরূপ অবস্থায় আছে, আগে কেমন ছিল আর ভবিষ্যতে কেমন হওয়া উচিত এসবের খোঁজখবর নেওয়া আর কী।
রাজনীতির বই কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে ইতি প্রকাশনের পরিচালক রিয়াজ আহমেদ বলেন, রাজনীতির বইয়ে পাঠকদের আগ্রহ আছে। যাদের আগ্রহ আছে তারা বই কিনছেন। জুলাই আন্দোলনের পর তরুণরাও রাজনীতির বইগুলো পড়তে উৎসাহী হচ্ছে। আমাদের এখানে ৪টি বই বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে মাহফুজ উল্লাহর ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’, ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘জিয়াউর রহমান : রাজনীতির উপকথা’। আর আরেকটি হলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লেখা বই ‘আমার স্বপ্ন আমার দেশ’।
রাজনীতির বই বিক্রির বিষয়ে অবসর প্রকাশনের বিক্রয় প্রতিনিধি আবদুল মুমিন বলেন, আমাদের এখানে রাজনীতি বিষয়ক অল্প কয়েকটি বই আছে। যা আছে এগুলো মোটামুটি বিক্রি হচ্ছে। এরমধ্যে ‘বাংলাদেশের দলীয় রাজনীতি’ ও ‘রাজনৈতিক মতবাদের ইতিহাস’ বইটি মোটামুটি বিক্রি হচ্ছে।
মেলায় আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ বলেন, বাংলাদেশের রাজনীতি আরেকটু গোছালো হওয়া উচিত। প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। সাম্য তৈরি আর মানুষের অধিকারের জন্য রাজনীতি করা উচিত। এ জন্য প্রতিটি সচেতন নাগরিকের উচিত রাজনীতি সম্পর্কে লেখা ভালো বইগুলো পড়া আর রাজনীতি সম্পর্কে জানা।
রাজনীতির বই কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে প্রথমার বিক্রয় প্রতিনিধি ওমর নাফিস বলেন, আমাদের এখানে রাজনীতি বিষয়ক ভালো বই আছে। এর মধ্যে এবার বেশি বিক্রি হচ্ছে আলী রীয়াজ স্যারের ‘আমিই রাষ্ট্র’ আর আসিফ নজরুল স্যারের ‘শেখ হাসিনার পতনকাল’।
শনিবার ছিল অমর একুশে বইমেলার অষ্টম দিন। এদিন মেলা শুরু হয় দুপুর ২টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। গতকাল নতুন বই এসেছে ১০২টি। এ পর্যন্ত মোট বই এলো ৫৫৬টি। গতকালের নতুন বইগুলোর মধ্যে ছিল গল্পের বই ১৬টি, উপন্যাস ১৯টি, প্রবন্ধ ৬টি, কবিতা ২৯টি, ছড়া ২টি, জীবনী ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ১টি, রাজনীতি ২টি, ধর্মীয় ৪টি, অনুবাদ ১টি, সাইন্স ফিকশন ১টি ও অন্যান্য ১৫টি।
শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতা : অমর একুশে উদযাপনের অংশ হিসেবে এদিন সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ৩৪ জন, খ-শাখায় ৬৬ জন এবং গ-শাখায় ৩৯ জন। সর্বমোট ১৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
আলোচনা অনুষ্ঠান : এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।
লেখক বলছি মঞ্চ : এদিন লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম।
আজ রোববার অমর একুশে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। এদিন বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মাকিদ হায়দার’ শীর্ষক আলোচনা। প্রবন্ধ উপস্থাপন করবেন চঞ্চল আশরাফ। আলোচনা করবেন আসিফ হায়দার এবং সৈকত হাবিব। সভাপতিত্ব করবেন আতাহার খান।
সময়ের আলো/এএ/