ই-পেপার শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫

ছিনতাই ঠেকাতে ট্রাফিক সার্জেন্ট পাচ্ছে ছোট অস্ত্র
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম  (ভিজিট : ১৮৪)
সড়ক-মহাসড়কগুলোতে ছিনতাই ঠেকাতে সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস (হালকা বা ছোট অস্ত্র) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উত্তরা আজমপুর বিডিআর মার্কেট সংলগ্ন বাসস্ট্যান্ডে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত ‘ঢাকা মহানগরীতে কাউন্টার ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস চলাচল’ এর উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

সম্প্রতি ঢাকাসহ আশপাশের সড়কগুলোতে ছিনতাই বেড়ে যাওয়া নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ছিনতাই বা অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের বিষয়টি আমি অবগত আছি। তবে পুলিশের জনবল কম থাকায় সব দিকে নজর দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ট্রাফিক পুলিশের সদস্যরা আরও অসহায়। তারা একজন ডিউটি করে, তারা নাজুক অবস্থায়। এজন্য ট্রাফিক সার্জেন্টদের স্মল আর্মস দিচ্ছি। স্মল আর্মস দিয়ে সে যেন একাই দুই-তিনজন ছিনতাইকারীকে মোকাবেলা করতে পারে। 

ডিএমপির কমিশনার আরও বলেন, গত কয়েকদিন ধরে পুলিশ আরও ‘কঠোর’ হওয়ায় ছিনতাই কমেছে। গত ১৫ দিন ছিনতাই রিপোর্টিং খুব কম। তার প্রধান কারণ আমরা ব্যাপক ধরপাকড় করেছি। ছিনতাইকারীদের জেলে রেখেছি।

এসময় গত রাতে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও ভাঙচুর ঠেকাতে কী উদ্যোগে নেওয়া হয়েছে? সেখানে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, আমরা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছি। গভীর রাত পর্যন্ত আমি নিজে সেখানে রিপোর্ট নিয়েছি। তবে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি।

সড়কে চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, শুধু পুলিশের মাধ্যমে চাঁদাবাজি বা হয়রানি নয়, এর বাইরেও যেকোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির শিকার হলে (তার বিরুদ্ধে) সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। আমি আমার সহকর্মীদের নিয়ে শ্রমিক এবং মালিক উভয়ের সঙ্গে নিয়ে আপনাদের যত ধরনের সহযোগিতা লাগে, আমি দিতে প্রস্তুত। শুধু ট্রাফিক নয়, ঢাকা শহর, ঢাকাবাসী যাতে ভালো থাকে পুলিশে যত ধরনের ব্যবস্থা আছে সবই আমি গ্রহণ করছি। থানায় গিয়ে জিডি করতে গিয়ে যাতে মানুষ কোনো হ্যারেসমেন্ট-এর শিকার না হয়। একটা থানায় জিডি হলে যাতে থানা পুলিশ আপনার কাছে পৌঁছায় সে ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন মালিক-শ্রমিকদের, কোন লোকের ওপর কোনো রকম হয়রানি করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এমন কিছু করে তাহলে সেটা আমার নোটিশে আনেন। আমি শক্ত ব্যবস্থা নেবো। আমার লোকদের বাইরেও যদি অন্যান্য চাঁদাবাজি, হয়রানি এমন কিছু হয় তাহলে সেগুলো আমার নোটিশে আনেন। আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম. এ. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

সময়ের আলো/জেডআই




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close