ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করছে মার্কিন দূতাবাস
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৩ পিএম  (ভিজিট : ৯৬)
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসী ঠেকাতে ভিসা সংক্রান্ত ইস্যূতে কড়াকড়ি হচ্ছে। যার আওতায় ঢাকার মার্কিন দূতাবাসও দেশটির ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন প্রক্রিয়া চালু করছে। যা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে চালু হবে। নতুন ভিসা প্রক্রিয়া সম্পর্কে https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa এই ওয়েব সাইটে প্রবেশ করলে বিস্তারিত জানা যাবে।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা আবেদনের নতুন প্রক্রিয়া চালু করা হবে। এই কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার থেকে  শুক্রবার (৫ থেকে ৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকবে না। 

নতুন প্রক্রিয়া বাস্তবায়নের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আবারও ওয়েবসাইটের কার্যক্রম চালু হবে। যাদের মার্কিন ভিসার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদেরকে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি মঙ্গলবার থেকে মার্কিন দূতাবাস অভিবাসন ছাড়া অন্যান্য ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট সংক্রান্ত তথ্য প্রতি মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় ঘোষণা করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close