জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে যাতে রয়েছে শতাধিক সুপারিশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, তারা যে সুপারিশ করেছেন, সেগুলো সবই বাস্তবায়ন করা সম্ভব। অসম্ভব কিছু হলে তো তারা সেগুলো সুপারিশ করতেন না। সুপারিশগুলো বাস্তবায়ন সম্ভব হবে কি না, সেটা তো এখন সরকার বুঝবে। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে বুধবার আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু তারা কাজের কারণে পারেননি। কারণ, তারা মাঠে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে তারা কথা বলেছেন, অনলাইনে মতামত নিয়েছেন। এগুলোর ভিত্তিতে মঙ্গলবার তারা প্রতিবেদন চূড়ান্ত করে স্বাক্ষর করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে তাঁর কাছে প্রতিবেদন হস্তান্তর করবেন। প্রতিবেদনে ১০০টির বেশি সুপারিশ থাকছে জানিয়ে তিনি বলেন, এখন এর বাইরে তিনি কিছু জানাতে পারবেন না।
এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, তখন সবাই জানবেন। জমা দেওয়ার পরে সবাই জানুক, এতে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না। কমিশনের প্রধানসহ সদস্যরা প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।
প্রতিবেদনে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটার সুপারিশ রাখা হচ্ছে বলে সংস্লিষ্ট সুত্র জানিয়েছে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে ৭৫ শতাংশ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত। বাকি ২৫ শতাংশ কোটা অন্য ক্যাডারের জন্য। কোটা কমানো নিয়ে প্রশাসন ক্যাডারের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে কর্মসুচি পালন করছেন।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর আট সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান করা হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে কমিশনের সদস্যসংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন সাবেক সচিব মোহাম্মদ তারেক এবং মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সচিব রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে এ ফিরোজ আহমেদ, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক সৈয়দা শাহীনা সোবহান, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ, শুল্ক ও আবগারি ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান ও শিক্ষার্থী প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান।
জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে বলা হয়। এরপর তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন।
এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনও। প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত দুই কমিশন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। এই দুই কমিশন হলো জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। ইতিমধ্যে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়।