ই-পেপার মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টা, ভবন মালিককে উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪৮ পিএম  (ভিজিট : ১০২)
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ভবনে ফিল্মি স্টাইলে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ছয়তলা ভবনটি প্রবর্ত্তক সংঘের বিপরীতে অবস্থিত। স্থানীয় লোকজন ও পুলিশ চার ডাকাতের মধ্যে দুজনকে আটক করলেও দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়। ডাকাতির সময় গৃহকর্তাকে গলায় ছুরি ঠেকিয়ে বাথরুমে জিম্মি করা হয়। পরে পুলিশ দরজা ভেঙে বাসায় প্রবেশ করে। এ সময় চিৎকার করে জিম্মিকারী ডাকাত বলে, আটকের চেষ্টা করলে ছুরি চালানো হবে গৃহকর্তার গলায়। তাৎক্ষনিক পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে গৃহকর্তাকে উদ্ধার করে। 

গ্রেফতার ও পালিয়ে যাওয়া ডাকাতরা ওই ভবনের বর্তমান সাবেক কর্মী বলে জানিয়েছে পুলিশ। আকাশ, মো. সাব্বির, মো. রিয়াদ ও মো. বায়েজীদ নামের চারজন বাসায় ডাকাতির চেষ্টায় জড়িত বলে পুলিশ জানায়। এর মধ্যে দুজন গৃহকর্মী হিসাবে আগে থেকেই বাসায় ছিলেন। চার ডাকাতের মধ্যে দুজনকে আটকের কথা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তারা হলেন- বায়েজিদ ও আকাশ। তাদের পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের ধরতে গ্রেফতার দুই ডাকাততে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ডাকাত দলের হানা দেয়া ভবনের মালিক চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের গ্রুপের মালিক আবুল খায়েরের মেয়ের জামাতা লোকমান হাকিম। তিনি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক। 

গত বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে এমডির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের ধারনা পূর্বপরিকল্পিতভাবেই এই ডাকাতি করা হয়েছে।

ডাকাতরা সকাল ১১টার দিকে ওই ভবনে প্রবেশ করেন। একপর্যায়ে চিৎকার-চেচামেচি কান্নার শব্দ শুনে স্থানীয়রা ১২টার দিকে ৯৯৯-এ ফোন করেন। ফোনে তারা বাসার বাইরে রক্ত দেখতে পাওয়া এবং শোরগোল শোনার কথা জানান। এরই মধ্যে তিন ডাকাত পালানোর সময় একজনকে ধরে পুলিশে দেন স্থানীয়রা। আরেক ডাকাত গৃহকর্তাকে বাথরুমে জিম্মি করে রাখেন। এর মধ্যে আশপাশের বিপুল লোকজনের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা জড়ো হন সেখানে। 

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব সদস্যরা হাজির হন। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে হাজির হন। পুলিশের বিশেষ ইউনিট সোয়াত সদস্যরাও পৌঁছে ঘটনাস্থলে। দুপুর সোয়া দুটার দিকে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করে অভিযান শুরু করে। বেশ কিছু সময় ধরে চলা অভিযানে এক ডাকাতকে গ্রেফতার হয়। এরপর বাথরুমে জিম্মিদশা থেকে গৃহকর্তা লোকমান হাকিমকে উদ্ধার করা হয়। ঘটনার সময় বাসায় মালিক লোকমান হাকিম ছাড়া পরিবারের কেউ ছিলেন না।

অভিযান শেষে দুপুর আড়াইটার দিকে নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে আমরা এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তিনি ডাকাতির কবলে পড়া বাড়ির মালিক।

ডাকাতি করতে যাওয়া লোকজন ওই ভবনে কাজ করতেন জানিয়ে পুলিশ কমিশনার বলেন, যা বুঝতে পারছি ডাকাতির উদ্দেশেই তারা বাসায় প্রবেশ করেছে। আমাদের অভিযান অব্যাহত আছে। দেখি আরো কিছু পাওয়া যায় কিনা। যারা ডাকাতির জন্য বাসায় প্রবেশে করেছে তারা এখানেই (বাসায়) কাজ করতো। একটা অপারেশন শেষ হয়েছে মাত্র। তদন্ত শুরু হবে তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদঘাটন করার চেষ্টা করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাতদের একজন ভিকটিম লোকমান হাকিমকে বাথরুমে বন্দী করে রাখে। তখন ভিকটিমকে উদ্ধার এবং চক্রের সদস্যকে গ্রেফতার করতে সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close